Home » 2015 » January » 21 » ফ্রিল্যান্সারদের জন্যঃ কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ ফ্রি পোর্টফোলিও সাইট (পর্ব ০১)
12:01 PM
ফ্রিল্যান্সারদের জন্যঃ কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ ফ্রি পোর্টফোলিও সাইট (পর্ব ০১)

http://newsmoment.ucoz.com/_nw/0/01463351.jpg

আমাদের দীর্ঘদিনের স্বপ্ন এবং সেই স্বপ্ন বাস্তবায়ন আজ সফলতার দিকে। আমাদের ইচ্ছা ছিল বাংলাদেশী ফ্রিল্যান্সারদের জন্য ফ্রি পোর্টফোলিও সাইট তৈরি করা। আজ আমরা তারই একটি ধাপ পাড় করলাম এবং সামনের পথ চলায় আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন। আর আপনাদের সহযোগিতার মাধ্যমেই আমাদের এই সোনার বাংলাদেশকে আমরা অনলাইন ফ্রিল্যান্সাররা বিশ্বদরবারের একটি অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ্‌। Prime Freelancer বর্তমানে প্রায় প্রত্যেকটি অনলাইন ফ্রিল্যান্সার এর নিজের একটি ওয়েবসাইট থাকে, যেখানে সে তার কাজের পোর্টফোলিও রাখতে পারেন এবং ক্লাইন্টকে রেফারেন্স হিসেবে দেখাতে পারেন। কিন্তু এখনো অনেকে আছেন, যারা নিজেদের নামে ওয়েবসাইট করতে পারেননি অথবা অনেকে ডিজাইন-ডেভেলপের কাজ না জানায় করা সম্ভব হচ্ছে না। এবং অনেকের পক্ষে করা সম্ভবও না। আমরা প্রাইম আইটি লিমিটেডের পক্ষে একটি প্রজেক্ট হাতে নিয়েছি যেখানেঃ বাংলাদেশের প্রত্যেকটা ফ্রিল্যান্সার নিজেদের একটা সুন্দর পোর্টফোলিও প্রোফাইল সাইট বানাতে পারবেন এবং ক্লাইন্টকে খুব সহজে তা দেখাতে পারবেন। বাংলাদেশি ফ্রিল্যান্সারদের আমরা একটি প্লাটফর্মের মাধ্যমে বিভিন্ন রকম সহায়তা দিতে পারব। ওখানে বিভিন্ন ক্যাটাগরির বাংলাদেশি ফ্রিল্যান্সারদের প্রোফাইল ও লিস্ট থাকবে, জাতে সহজে ক্লাইন্টরা সেখান থেকে তাদের প্রয়োজন অনুযায়ী বাংলাদেশি ফ্রিল্যান্সারদের হায়ার করতে পারেন। ওখানে তাদের প্রোফাইলের পাশে কিছু বাটন থাকবে, যেখানে ঐ ফ্রিল্যান্সারের বিভিন্ন মার্কেটপ্লেসের সাথে লিঙ্ক করা থাকবে, যাতে ক্লাইন্ট তার পছন্দ মতো মার্কেটপ্লেসে তাকে হায়ার করতে পারেন। আজ সাইটটা সবার জন্য উন্মুক্ত করে দিলাম। এখন থেকে সবাই এখানে একাউন্ট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। সাইটটার নামঃ Prime Freelancer সাইট লিংকঃ www.primefreelancer.com আমরা আমাদের পরবর্তী আর্টিকেলে “ফ্রিল্যান্সারদের জন্যঃ কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ ফ্রি পোর্টফোলিও সাইট (পর্ব ০২)” এ দেখবো কিভাবে আমরা Prime Freelancer এ স্টেপ বাই স্টেপ একাউন্ট করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ****************************************************************************************** লেখকঃ Nuruddin Ahmed Himel CEO Prime IT Limited.

Attachments: Image 1
Views: 141 | Added by: rana | Rating: 0.0/0
Total comments: 0
avatar