Home » 2015 » January » 23 » সৌদি আরবের নতুন বাদশাহ সালমান কে?
1:05 PM
সৌদি আরবের নতুন বাদশাহ সালমান কে?

মানবজমিন ডেস্ক | ২৩ জানুয়ারি ২০১৫, শুক্রবার, ১:১৯

 

 

সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের মৃত্যুর পর নতুন বাদশাহ হিসেবে স্থলাভিষিক্ত হয়েছেন তার সৎ ভাই ৭৯ বছর বয়সী সালমান বিন আবদুল আজিজ। ২০১২ সালের জুন মাসে ‘ক্রাউন প্রিন্স’ উপাধিতে ভূষিত হন তিনি। বাদশাহ আবদুল্লাহর সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী সালমান। ২০১১ সালের শেষদিকে ও ২০১২ সালের মাঝামাঝি বড় দুই ভাইয়ের মৃত্যুর পর সালমানই ছিলেন সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী। এদিকে ২ কোটি ৮০ লাখ জনসংখ্যার দেশ সৌদি আরবের নতুন বাদশাহ হিসেবে সালমান বিন আবদুল আজিজ একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করবেন। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিনের অনলাইন সংস্করণের একটি প্রতিবেদনে ‘হু ইজ সাউদি অ্যারাবিয়া’জ নিউ কিং?’- শিরোনামে একটি প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, দীর্ঘ সময় রাজধানী রিয়াদের গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন তিনি। প্রগতিশীল ও বাস্তব জ্ঞানসম্পন্ন যুবরাজ হিসেবে সুনাম রয়েছে সালমানের। এদিকে সৌদি আরবে ক্ষমতার এ পালাবদলটা বাধাহীনভাবে ও স্বচ্ছন্দেই হবে এবং কিছুটা অস্থিতিশীলতা বিরাজ করলেও, দীর্ঘমেয়াদী নীতিতে কোন পরিবর্তন আসবে না, এমনটা আশা করা হচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে সালমানের স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না। সে কারণে বড় ভাই আবদুল্লাহর মতো দীর্ঘ সময় তিনি সৌদি বাদশাহের দায়িত্ব পালন করতে পারবেন বলে মনে করছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে বাদশাহ আবদুল্লাহর সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী হবেন যুবরাজ মুকরিন। তিনি বাদশাহ আবদুল আজিজের সর্বকনিষ্ঠ পুত্র। গত বছর তাকে ‘ডেপুটি ক্রাউন প্রিন্স’-এর খেতাব দেয়া হয়। বাদশাহ সালমানের মতো প্রজ্ঞার সঙ্গে তিনিও পুনর্গঠন ও সংস্কারের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখেন বলে সুনাম রয়েছে।

Views: 135 | Added by: rana | Rating: 0.0/0
Total comments: 0
avatar