Home » 2015 » January » 23 » সৌদিতে কঠিন শর্তে বাংলাদেশি নিয়োগের আশ্বাস
2:06 PM
সৌদিতে কঠিন শর্তে বাংলাদেশি নিয়োগের আশ্বাস

ডেস্ক রিপোর্ট আমার দেশ।।

         
সৌদি আরবের শ্রমমন্ত্রী আদেল ফাকেহ জানিয়েছেন যে ‘শিগগিরই’ বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু করবে তার দেশ। তবে এজন্য কঠিন শর্ত জুড়ে দিয়েছেন তিনি। মন্ত্রীর বরাত দিয়ে বুধবার আরব নিউজের এক প্রতিবেদনে একথা জানানো হয়। ২০০৮ সাল থেকে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবে বাংলাদেশি শ্রমিক নিয়োগ বন্ধ রয়েছে। রবিবার বাংলাদেশের প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাথে এক ঘণ্টাব্যাপী বৈঠক করেন ফাকেহ। বৈঠক শেষে ফাকেহ ভবিষ্যতে দুটি দেশের মধ্যে সম্পর্ক জোরদারের আশা ব্যক্ত করেন।
ফাকেহ জানান, তার দেশ মূলত দক্ষ শ্রমিক নিহেত আগ্রহী। ফাকেহ বলেন, সৌদি আরবে নিয়োগ পেতে হলে শ্রমিকদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে।
এছাড়া তাদের নিজ দেশে অরিয়েন্টেশন কর্মসূচিতে অংশ নিতে হবে এবং সৌদি আরবে উপযুক্ত দক্ষতা পরীক্ষায় অংশ নিতে হবে।
খন্দকার মোশাররফ জানান, বাংলাদেশে ২২ লাখ শ্রমিকের ডাটাবেজ রয়েছে যারা বিদেশে কাজের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়েছেন।
তিনি সৌদি শ্রমমন্ত্রীকে জানান যে বাংলাদেশ মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং হংকংয়ের মত দেশে শ্রমিক পাঠিয়ে থাকে। সৌদির শ্রমবাজার বাংলাদেশের জন্য শিগগিরই খুলে দেয়া হবে বলে আশা প্রকাশ করেন খন্দকার মোশাররফ।
Views: 146 | Added by: rana | Rating: 0.0/0
Total comments: 0
avatar