Home » Entries archive
ঝালকাঠি প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার’ অভিযোগের একটি মামলায় তিন দফা তলবে হাজির না হওয়ায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও এক আলোকচিত্রীকে গ্রেপ্তারে পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে ঝালকাঠির একটি আদালত। জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আরিফুজ্জামান বুধবার এ আদেশ দেন। মতিউর রহমানের সঙ্গে এ মামলার অন্য আসামি হলেন আলোকচিত্রী মজিদ খান। আগামী ১৮ ফেব্রুয়ারি মামলার পরবর্তী দিন রেখেছে আদালত। তার মধ্যে গ্রেপ্তারি পরোয়ানার অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে অতিরিক্ত পিপি এম আলম খান কামাল জানিয়েছেন। মো. গণি আমিন বাকলাই নামের এক আইনজীবী গত ৯ অক্টোবর কয়েকটি প্রতিবেদনে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার’ অভিযোগে মতিউর রহমান ও মজিদ খানের বিরুদ্ধে এ মামলা করেন। মামলা আমলে নিয়ে আসামিদের ১৬ নভেম্বর আদালতে হাজির হতে সমন জারি করেন বিচারক। ওই দিন হাজির না হওয়ায় পরে দুই দফায় ১১ ডিসেম্বর ও ১৮ জানুয়ারি হাজির হতে বললেও আসামিরা আদালতে যাননি বলে অতিরিক্ত পিপি কামাল জানিয়েছেন। তিন দফা তলবেও আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক বুধবার আসামিদের গ্রেপ্তারে পরোয়ানা জারির নির্দেশ দেন ... Read more »
Views: 129 | Added by: rana | Date: 2015-01-21 | Comments (0)

http://newsmoment.ucoz.com/_nw/0/01463351.jpg

আমাদের দীর্ঘদিনের স্বপ্ন এবং সেই স্বপ্ন বাস্তবায়ন আজ সফলতার দিকে। আমাদের ইচ্ছা ছিল বাংলাদেশী ফ্রিল্যান্সারদের জন্য ফ্রি পোর্টফোলিও সাইট তৈরি করা। আজ আমরা তারই একটি ধাপ পাড় করলাম এবং সামনের পথ চলায় আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন। আর আপনাদের সহযোগিতার মাধ্যমেই আমাদের এই সোনার বাংলাদেশকে আমরা অনলাইন ফ্রিল্যান্সাররা বিশ্বদরবারের একটি অনন্য উচ্চতায় পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ্‌। Prime Freelancer বর্তমানে প্রায় প্রত্যেকটি অনলাইন ফ্রিল্যান্সার এর নিজের একটি ওয়েবসাইট থাকে, যেখানে সে তার কাজের পোর্টফোলিও রাখতে পারেন এবং ক্লাইন্টকে রেফারেন্স হিসেবে দেখাতে পারেন। কিন্তু এখনো অনেকে আছেন, যারা নিজেদের নামে ওয়েবসাইট করতে পারেননি অথবা অনেকে ডিজাইন-ডেভেলপের কাজ না জানায় করা সম্ভব হচ্ছে না। এবং অনেকের পক্ষে করা সম্ভবও না। আমরা প্রাইম আইটি লিমিটেডের পক্ষে একটি প্রজেক্ট হাতে নিয়েছি যেখানেঃ বাংলাদেশের প্রত্যেকটা ফ্রিল্যান্সার নিজেদের একটা সুন্দর পোর্টফোলিও প্রোফাইল সাইট বানাত ... Read more »

Attachments: Image 1
Views: 140 | Added by: rana | Date: 2015-01-21 | Comments (0)

« 1 2 3