Home » 2015 » January » 23 » King Abdullah dies, Crown Prince Salman is new ruler 
6:26 AM
King Abdullah dies, Crown Prince Salman is new ruler 

Published — Saturday 24 January 2015 Custodian of the Two Holy Mosques King Abdullah has died, state television reported early on Friday and Crown Prince Salman became king, it said in a statement attributed to the new ruler. He was 90. King Salman has called on the family's Allegiance Council to pay allegiance to Muqrin as his crown prince and heir. King Abdullah ascended the throne on Aug. 1, 2005, following the death of King Fahd. During his reign, King Abdullah has been responsible for significant social, economic, cultural and political reforms. This includes empowering women politically, granting foreign scholarships to thousands of students, building economic cities and constructing specialized hospitals. King Abdullah was hospitalised in December suffering from pneumonia. He died on Friday "at 1:00 am (2200 GMT)" and would be buried later in the day following afternoon prayers, said the statement. Salman had been representing the king at most recent public events because of the monarch's poor health.

খাদেমুল হারামাইন সউদী আরবের মহামান্য বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আযীয আল-সউদ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলায়হে রাজেউন। একজন রাষ্ট্রপ্রধান হয়ে ইসলাম ও মুসলিম উম্মাহ'র খেদমতে তাঁর অবদান ছিল অতুলনীয়। আল্লাহ তাকে তার নেক আমল সমূহের বিনিময়ে কবরের আযাব থেকে রক্ষা করুন এবং তাকে জান্নাতুল ফেরদাউস নছীব করুন। আমীন! । তবে আরেকদিক থেকে খুব আনন্দও অনুভব করছি, সেটা হলো তিনি ইন্তেকাল করেছেন শুক্রবার জুমার দিন। সহীহ হাদীসে এসেছে শুক্রবার জুমার দিন যেই মুসলিম ইন্তেকাল করে, আল্লাহ তাকে কবরের ফিতনা ও আজাব থেকে রক্ষা করেন। আলহামদুলিল্লাহ, তিনি শুক্রবার জুমার দিন ইন্তেকাল করেছেন। আল্লাহ যেন তার সমস্ত গুনাহখাতা মাফ করে দিন ও তাকে জান্নাতুল ফিরদাউসে দাখিল করেন। আমীন, আমীন, আমীন।

Views: 130 | Added by: rana | Rating: 0.0/0
Total comments: 0
avatar